আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য যমুনা অয়েল ও বেক্সিমকো এলপিজি সমঝোতা

যমুনা অয়েল ও বেক্সিমকো এলপিজি সমঝোতা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২১ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : বেক্সিমকো এলপিজি ইউনিট ১ লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে বেক্সিমকো এলপিজি যমুনা অয়েল কোম্পানির রেজিস্টার্ড ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস বিক্রয় করতে পারবে। আজ বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় যমুনা অয়েল কোম্পানির চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত যমুনা ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি দেশজুড়ে যানবহনে ব্যবহারের জন্য অটোএলপিজি গ্যাসের প্রাপ্তি বাড়াবে। চুক্তি অনুসারে, স্থাপিত পাম্পগুলো থেকে বিক্রিত প্রতি লিটার এলপিজি গ্যাসের বিপরীতে যমুনা অয়েল ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রত্যেকে ৫০ পয়সা করে রয়্যালটি পাবে। বর্তমানে দেশজুড়ে যমুনা অয়েল কোম্পানির ৭৫০টি অনুমোদিত পেট্রোল পাম্পের একটি বিশাল নেটওয়ার্ক আছে যেখানে ২০১৬ সালের শুরুর দিকে বেক্সিমকো এলপিজি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ৫০০টি এলপিজি পাম্প ও ২৫টি রূপান্তর কর্মশালা পরিচালনার অনুমোদন পায়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনসারী ও বেক্সিমকো এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল রায় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় যমুনা অয়েল কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (এইচআর) মো. মাসুদ করিম, ডিজিএম (ফাইন্যান্স) খসরু আজাদ, ডিজিএম (একাউন্টস) মো. মাসুদুল ইসলাম, ডিজিএম (পিএন্ডডি) মো. জসীম উদ্দীন, ডিজিএম (সেলস) মো. আব্দুস সবুর খান, এজিএম (অডিট) আরশাদ আজগর চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বেক্সিমকো এলপিজির পক্ষ থেকে সেলস ও মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার মেহেদী হাসান, বিজনেস ডেভেলপমেন্টের হেড তাসনুভা চৌধুরী ও চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেক্সিমকো এলপিজির সেলস ও মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মেহেদী হাসান বলেন, যমুনা অয়েল কোম্পানির সঙ্গে এই চুক্তি দেশের স্বয়ংক্রিয় জ্বালানি খাতের দ্রুত অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি মাইলফলক হিসেবে অবস্থান করবে। বেক্সিমকো এলপিজি প্রোপেন এবং বিউটেনের সর্বোত্তম মানের এলপিজি মিশ্রণ সরবরাহ করে যাতে জ্বালানি প্রয়োজনীয় অকটেন নম্বরে পৌঁছায় এবং গাড়ির ইঞ্জিনের কোন ক্ষতি না করে।