আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ যশোরে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত

যশোরে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Road-Accideযশোর: যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় ট্রাক দুর্ঘটনায় এর চালক ইমু (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ঝিনাইদহ সদরের লুৎফর রহমানের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সকালে ট্রাক নিয়ে খুলনা যাচ্ছিলেন ইমু। পথে রূপদিয়া এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ইমুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।