আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য যশোরে ব্রি-৪৮ জাতের ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন

যশোরে ব্রি-৪৮ জাতের ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২১ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


যশোর প্রতিনিধি : যশোরের শার্শার বিস্তীর্ণ মাঠে কাঁচা পাকা ধানের শীষগুলো কৃষকের স্বপ্ন হয়ে বাতাসে দুলছে। শরতের মাঝামাঝি সময়ে ধানের জাত ব্রি ৪৮ শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা ব্লকের টেংরা গ্রামের কৃষক মো. ইছাহক মোল্লার জমিতে শুরু হয় ধান কাটার আনুষ্ঠানিকতা। সম্প্রসারণ অফিসার শার্শা কর্মকর্তা ইকরামুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি ব্রি ৪৮ জাতের ধানের ফলন কৃষকের চাহিদা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো জমি হলে বিঘা প্রতি ২২ থেকে ২৫ মণ ফলন সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শামীম খান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, শার্শা-যশোর ও সুখেন্দু মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শার্শা-যশোর এবং মো. আবু জাহিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বসতপুর ব্লক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্বজিৎ মন্ডল, শার্শা-যশোর (বাগআঁচড়া) উপ-সহকারী কৃষি কর্মকর্তা।