Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ যাত্রীর ফেলে যাওয়া ৬১ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক সজীব

যাত্রীর ফেলে যাওয়া ৬১ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক সজীব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


চাঁদপুর প্রতিনিধি : কিশোর সজীব সর্দারের বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে বই-খাতা-কলমের সঙ্গে সম্পর্ক থাকার কথা, সে বয়সে অটোরিকশায় হাত রেখে জীবিকা নির্বাহ করে। চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদী এলাকার দিনমজুর দেলোয়ার সরদারের ছেলে সজীবের সততায় চাঁদপুর বিকাশ এজেন্ট মালিক ফিরে পেয়েছে নিজেদের ভুলে অটোরিকশায় ফেলে যাওয়া ৬১ লাখ টাকা। গত রোববার টপ অব দ্য টাউনে পরিণত হওয়া এই ঘটনার মূল নায়ক কিশোর অটোচালক সজীব।
সজীব জানায়, রোববার সকাল ১১টার সময় পালবাজার ব্র্রিজের চত্বর থেকে খালি গাড়ি নিয়ে পৌরসভার সামনে দিয়ে যাবার সময় তিন যাত্রী ইউসিবিএল ব্যাংক থেকে টাকা নিয়ে তার গাড়িতে ওঠে। তারা শহরের জেএম সেনগুপ্ত রোড জোড়পুকুর পাড় যায়। সেখানে গিয়ে যাত্রী তিনজন ভাড়া দিয়ে নেমে যায়। মনের ভুলে ওই তিনযাত্রী লাল ব্যাগে থাকা টাকার ব্যাগটি অটোবাইকের সিটে ফেলে রেখে যায়। ব্যাগসহ গাড়িটি নিয়ে সজীব প্রায় আধা ঘণ্টা সেখানে দাঁড়িয়ে ছিল।

কেউ না আসায় সে তার গাড়ি নিয়ে চলে যায়। পরবর্তীতে সজীব টাকার ব্যাগটি ফিরিয়ে দেয়ার জন্য তার ভগ্নিপতির সঙ্গে আলাপ করে। ভগ্নিপতি বিষয়টি এলাকার প্রতিবেশী বাদলকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল বেপারিকে জানান। বাদল ঘটনাটি সঙ্গে সঙ্গে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ নাসিম উদ্দিনকে জানালে থানা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশ সজীবের দেয়া তথ্য অনুযায়ী তার গ্যারেজ থেকে সেই টাকা উদ্ধার করে। টাকাগুলো যে অবস্থায় গাড়ির সিটে রাখা ছিল, সেই অবস্থায় পুলিশ উদ্ধার করে। অটোরিকশাচালক কিশোর সজীব ও বাদল বেপারির এই দৃষ্টান্ত সকলের কাছেই প্রশংসিত হয়।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130