আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাজ্যে নির্বিচার গুলিতে এক শিশুসহ নিহত ৬

যুক্তরাজ্যে নির্বিচার গুলিতে এক শিশুসহ নিহত ৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২১ , ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   যুক্তরাজ্যের ইংল্যান্ডের প্লিমাউথে নির্বিচার গুলিতে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা একেবারেই কম যুক্তরাজ্যে। বিগত ১১ বছরের মধ্যে এই প্রথম এভাবে নির্বিচারে গুলির ঘটনা ঘটল।

পুলিশ বলেছে, এ ঘটনায় তিনজন নারী, দুজন পুরুষ ও সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হয়েছেন। তাদের আত্মীয়স্বজন এসব তথ্য নিশ্চিত করেছেন। গুলির ঘটনার দু:খজনক আখ্যা দিয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলেছে, পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত চলছে। কিহামের অধিকাংশ সড়ক রাতভর বন্ধ থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, নিহত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ১১ বছরে ইংল্যান্ডে এমন গোলাগুলির ঘটনা এই প্রথম।