আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাজ্যের পার্কে হামলাকারী সম্পর্কে ‘জানতো’ এমআইফাইভ

যুক্তরাজ্যের পার্কে হামলাকারী সম্পর্কে ‘জানতো’ এমআইফাইভ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ৬:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিডিং শহরের একটি পার্কে ছুরি নিয়ে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থা ‘এমআইফাইভ’ আগে থেকেই জানতো। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে রিডিং শহরের ফোরবুরি পার্কে ছুরি হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়। হামলার পর ঘটনাস্থল থেকে খাইরি শাদাল্লাহ নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। হামলার পরপরই পুলিশ জানায় এই সন্ত্রাসী হামলার পেছনে খাইরি শাদাল্লাহ একাই জড়িত বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। শনিবারে ছুরি হামলা থেকে বেঁচে যাওয়া লরেন্স ওর্ট নামে এক যুবক জানান, পার্কে সন্ধ্যায় অনেক লোকজন ছিল এবং তিনি বন্ধুবান্ধবের সঙ্গে বসে গল্প করছিলেন। ওই সময় হামলাকারী চিৎকার করে কিছু বলেই অন্তত ১০ জনের একটি দলের মধ্যে এলোপাতাড়ি ছুরি চালায়। তার ছুরিকাঘাতে গলা ও বাহুতে জখম হয় অন্তত ছয়জন। এদের তিনজন মারা যায়। সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, গ্রেপ্তার শাদাল্লাহ মূলত লিবিয়া থেকে যুক্তরাজ্যে আসা একজন অভিবাসী। ২০১৯ সালে তিনি এমআইফাইভের নজরদারিতে আসেন। কাউন্টার টেররিজম পুলিশিং সাউথ ইস্ট (সিটিএসপিই) জানিয়েছে, গ্রেপ্তার শাদাল্লাহ রিডিং শহরেই বসবাস করেন। প্রাথমিকভাবে শনিবারের হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ২০০০ সালের সন্ত্রাসবাদী আইনের ৪১ ধারায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য বিদেশ সফর করতে পারেন- শাদাল্লাহ সম্পর্কে এমন তথ্যই ২০১৯ সালে তাকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনে। তবে সে সময় তদন্ত চালিয়ে শাহাল্লাহর বিরুদ্ধে গুরুতর কোনো তথ্য মেলেনি। ফলে তখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি।