আজকের দিন তারিখ ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৩ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। দেশটিতে ২০২২ সালে ৪৯ হাজারেরও বেশি মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। বৃহস্পতিবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার অর্ধেকেরও বেশি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হয়েছে। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা এক বিবৃতিতে বলেছেন, ‘১০ জনের মধ্যে নয়জন আমেরিকান বিশ্বাস করেন যে আমেরিকা মানসিক স্বাস্থ্য সংকটের সম্মুখীন। সিডিসির প্রতিবেদনে এই আত্মহত্যার কারণ ব্যাখ্যা করা হয়েছে।’ তিনি জানান, অনেক লোক এখনও বিশ্বাস করে যে সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ। ২০২২ সালে আত্মহত্যার হার ছিল প্রাতি লাখে ১৪ দশমিক ৯ জন। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল প্রতি লাখে ১৪ দশমিক ২। সেই হিসাবে ২০২২ সালে আত্মহত্যার হার বেড়েছে ৫ শতাংশ। ২০২১ সালে আত্মহত্যা করেছিলেন ৪৮ হাজার ১৮৩ জন। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৪৪৯ জন।