আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// যুক্তরাষ্ট্রে গাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

যুক্তরাষ্ট্রে গাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২১ , ২:০৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর বিবিসি

স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার পুলিশ বলেছে, এসইউভি গাড়িটি হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস অফিসাররা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন মারা যায় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ওমর ওয়াটসন বলেন, দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রায় ২৫ জন ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছে