আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড যুক্তরাষ্ট্রে ২ এয়ারক্রাফট বিধ্বস্ত, নিহত ১

যুক্তরাষ্ট্রে ২ এয়ারক্রাফট বিধ্বস্ত, নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


air-craftঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি ফাইটার জেট ও একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ফাইটার জেটের পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জুন) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে দেশটির টেনেসি এলাকায় ইউএস নেভি ব্লু অ্যাঞ্জেল এফ/এ-১৮ মডেলের ফাইটার জেট বিধ্বস্ত হয়। এর আগে একইদিন সকালে দেশটির কলোরাডো স্প্রিং শহরের কাছে এয়ারফোর্সের একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্তের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, এফ/এ-১৮ মডেলের এয়ারক্রাফটি টেনেসিতে এয়ার শো’তে অংশ নেওয়ার কথা ছিলো। এ জন্য ওই ফাইটার জেটটিসহ পাঁচটি এয়ারক্রাফট মহাড়া চালানোর সময় জেটটি বিধ্বস্ত হয়।

এদিকে এরই কয়েক ঘণ্টা পূর্বে এয়ার ফোর্সের থান্ডারবার্ড মডেলের এয়ারক্রাফটি বিধ্বস্ত হয়। এ সময় জরুরি বহির্গমন সুইচ ব্যবহার করে প্রাণে বেঁচে যান পাইলট।