আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণের কোনো ভিত্তি নেই : কাদের

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণের কোনো ভিত্তি নেই : কাদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকবার পরিস্থিতি নিয়ে দেয়া পর্যবেক্ষণের কোনো ভিত্তি নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অবান্তর অভিযোগ না করে, নিজের দেশের গণতন্ত্র আগে পারফেক্ট করুন। বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে বংশাল ও কতোয়ালী থানাধীন ওয়ার্ডের ইউনিট যুবলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে একটা প্রতিবেদন দিলো, গত নির্বাচন নাকি অবাধও হয়নি, সুষ্ঠুও হয়নি। বিরোধী দলের কর্মসূচিতে নাকি আমরা বাধা দেই। নির্বাচনে স্বচ্ছতার অভাব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটি মুক্ত? আমরাও শতভাগ পারফেক্ট নই। আমাদের এখানে আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। কিন্তু যেটাকে আপনারা ত্রুটিমুক্ত বলেন, সেটা যদি আপনারা বলেন, তাহলে ২০১৮ এর নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য দল জিততো? এই সত্যটা স্বীকার করেন না। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন তাদের দেশেও আছে। তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। এ সময় যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনের কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেয়ার আগে এ কথা কি ভুলে যান? নিজের ঘরের চিত্রটা দেখুন- কীভাবে ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাচনের বিরুদ্ধে ক্যাপিটাল হিলে, পাঁচটি প্রাণ রক্তাক্ত হয়ে ঝড়ে গেছে। সেই ইতিহাস আমরা কিন্তু ভুলিনি। আপনাদের হাউজ অব রিপ্রেজেন্টরি স্পিকার নির্বাচন করতে পনেরো বার লেগেছে। স্পিকার নির্বাচন করতে পনেরো বার ভোট করতে হয়েছে। গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয়। বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, আপনারা গুমের কথা বলেন, বিচার বহির্ভুত হত্যার কথা বলেন। যুক্তরাষ্ট্রে প্রতি মাসে তিন চারটি গান এটাক হয়। কত শিশু কত মানুষের অকালমৃত্যু ঘটে। রাস্তা ঘাট, মার্কেটে, এটা আপনাদের গণতন্ত্রের উপর শুটিং নয়? এটা কি আপনাদের গণতন্ত্রের উপর আঘাত নয়। এটা কি আপনারা বন্ধ করতে পেরেছেন? অন্যদের সমালোচনা করার আগে নিজেদের ভেতরের চিত্রটাও বলুন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী বলে ভোট চুরি হয়েছে। ভোট চুরি হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং প্রেসিডেন্ট প্রার্থী অভিযোগ দিচ্ছে, এখনও দিয়ে যাচ্ছে। সেগুলো আপনারা দেখেন না? নিজের দেশের গণতন্ত্র আগে পারফেক্ট করুন, আমরা তো বলছি না আমরা পারফেক্ট। নির্বাচন কমিশনের কথা তুলে ধরে কাদের বলেন, আমরা ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করছি, আমরা রিফর্ম করছি, নির্বাচন কমিশন আইন করেছি। প্রধানমন্ত্রীর অফিসে সাব অরডিনেট অফিস ছিলো নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে শেখ হাসিনা আজকে আইন করে স্বাধীনতা দিয়েছে। আমরা চেষ্টা করছি, রাতারাতি কিছু হবে সেটা আমরা বলছি না, আমাদের চেষ্টা আছে আমাদের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য। ক্রমাগত আমরা চেষ্টা করে যাচ্ছি। সমালোচনা যারা করে, করুক, তবে অন্যের সমালোচনার আগে নিজেদের সমালোচনাটা আগে করুক। বিরোধী দলের কর্মসূচিতে কোথাও বাধা দেয়া হচ্ছে না জানিয়ে কাদের বলেন, আরেকটা পয়েন্ট বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেয়া, আওয়ামী লীগের এতগুলো শান্তি সমাবেশ হলো, আমাদের কোন মিটিং মিছিল থেকে আমরা কি বাধা দিয়েছি? তাহলে এই অবান্তর অভিযোগ আমাদের উপর কেন দেয়া হচ্ছে? এই অভিযোগের কোন ভিত্তি নেই। বিএনপির এখন কোন কাজ কর্ম নেই লবিষ্ট নিয়োগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশিদের ধারে দারে ধর্ণা দিয়ে নালিশ করা এটা হচ্ছে তাদের কাজ।