আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৪৭৯ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৪৭৯ বিলিয়ন ডলার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Congঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির পরিমাণ আরও বেড়েছে। কর্পোরেশনগুলোর মুনাফা হ্রাস পাওয়ায় সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা স্থবির হয়ে পড়ার পাশাপাশি ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘাটতির পরিমাণ বেড়েছে।

গত মে মাসে কেন্দ্রীয় সরকারের ব্যয়ের পরিমাণ ৫৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। অর্থ মন্ত্রণালয় তাদের মাসিক পর্যালোচনায় গত ১০ জুন শুক্রবার আরও প্রকাশ করেছে, যেখানে গত বছর থেকে এ যাবৎ বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে তা ১৬ শতাংশ বেশি।

এর প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রীয় খাতে ট্যাক্স আদায়ের পরিমাণ কমে যাওয়া। অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনায় আরও উদঘাটিত হয়েছে যে, সারা আমেরিকায় কর্মসংস্থানের লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত না হওয়ায় পেরোল ট্যাক্সের মাত্রা বেড়েছে। রফতানি বাজারে তেজিভাব না থাকায় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা কমেছে। মে পর্যন্ত ১২ মাসে জাতীয়ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ২.৬ শতাংশ প্রভাব ফেলেছে বলে অর্থনীতিবিরা মনে করছেন। সরকারি পর্যায়ে ব্যয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে গত মে পর্যন্ত ১২ মাসে বৃদ্ধি পেয়েছে ৪.৬ শতাংশ।