যুদ্ধে ১৫ হাজার ইউক্রেনীয় নিখোঁজ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২২ , ৬:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার ইউক্রেনীয় নিখোঁজ হয়েছে। এদের মধ্যে বেসামরিক লোকও আছেন। ইউক্রেনের কর্মকর্তা এ মন্তব্য করেছেন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বন্দীশালায় এখনো ৩ হাজার সেনা বন্দী আছে। বন্দিবিনিময় নিয় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এখন অনেক ভঙ্গুর বলে ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩১০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।