আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রংধনু মিউজিকের ব্যানারে আসছে ‘বেশরম নয়ন’

রংধনু মিউজিকের ব্যানারে আসছে ‘বেশরম নয়ন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২১ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী অনিক রেজা। ‘বেশরম নয়ন’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকার প্রভাত মোসাদ্দেক। গানটির সুরও করেছেন গীতিকার নিজেই। মিউজিক করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক আল আমিন খান। গানটিতে মিউজিক ভিডিওর মডেল ছিলেন-অনিক রেজা ও পাপড়ি। ভিডিও পরিচালনা করেছেন বিশাল আহমেদ ফরহাদ। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন পলাশ মন্ডল। গানটি বাজারে আসবে ‘রংধনু মিউজিক’র ব্যানারে। এমনটাই জানালেন কন্ঠশিল্পী।

তিনি বলেন, গানটির কথা সুর এবং মিউজিক খুবই চমৎকার। আল আমিন ভাই খুব যত্ন করে কাজটি করেছেন। গানের মিউজিক ভিডিওটিও সুন্দর। আশা করছি সবার ভালো লাগবে।

আল আমিন খান বলেন, অনিক রেজার গায়কি খুবই ভালো। গানের কথাও সুন্দর। এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। এর আগে এই শিল্পীর ‘দুঃখ দিয়েছো তুমি’, ‘মনের মানুষ নাই’, ‘রাঙা ঠোঁট’ শিরোনামের গান গুলো প্রকাশ হয়েছে।