আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর 

রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর 


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২২ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : আগামী ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। সভায় ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্তও গৃহীত হয়।

এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাসমূহ হলো— বাঘা, রাজশাহী; বিরল, দিনাজপুর; বোদা, পঞ্চগড়; আলফাডাঙ্গা, ফরিদপুর এবং বনপাড়া, নাটোর। রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।  সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয় এ বৈঠকে।