আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে বিভিন্ন মামলার ৩২ আসামি গ্রেফতার

রংপুরে বিভিন্ন মামলার ৩২ আসামি গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rangpuরংপুর: রংপুরে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের মামলাসহ বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৫ জুন) দিবাগত রাত থেকে সোমবার (০৬ জুন) দুপুর পর্যন্ত রংপুরের ৮ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি, সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তবে এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

সোমবার (০৬ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।