আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rangpurরংপুর: রংপুর সদর উপজেলার হাজিরহাট গ্রামে শাহিন মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (১২ জুন) সকাল ১০টার দিকে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শাহিন সদর উপজেলার হাজিরহাট গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, শাহিন আত্মহত্যা করেনি তাকে দুর্বৃত্তরা হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

রংপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এবি এম জাহিদুল ইসলাম জানান, যুবকের মরদেহ বাড়ির পাশের একটি কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, মরেদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।