আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে সাঁড়াশি অভিযানে ১২০ আসামি গ্রেফতার

রংপুরে সাঁড়াশি অভিযানে ১২০ আসামি গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest - Copyরংপুর: রংপুরে জঙ্গি ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযানে ১২০ জন আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১০ জুন) দিনগত রাত থেকে শনিবার (১১ জুন) সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১২০ জন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে রংপুরে সাঁড়াশি অভিযানে ১২০ জন আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।