আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের রণবীর-দীপিকার রসায়ন!

ফের রণবীর-দীপিকার রসায়ন!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ৭:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’। সঞ্জয় লীলা বানশালীকে পরপর হিট দিয়েছে দীপিকা পাড়ুকোন। দীপিকার বিয়ের পর বেশ কয়েকবার রণবীর কাপুরের সঙ্গে জুটি হিসেবে পর্দায় ফেরার কথা থাকলেও এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এবার শোনা যাচ্ছে, আরও একবার তাদের উপরেই ভরসা করতে চাচ্ছেন বানশালী। তার পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’র জন্য দীপিকার কথাই নাকি ভাবছেন পরিচালক। আর তার বিপরীতে থাকতে পারেন রণবীর কাপুর। দীপিকা-রণবীর জুটি বলিউডে অন্যতম হিট জুটি। বলিউডে একসঙ্গে এখনো পর্যন্ত তিনটি ছবি করেছেন তারা। তিনটিই হিট। তার মধ্যে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তো এখনো অনেকের প্রিয় ছবির তালিকায় রয়ে গিয়েছে। এছাড়া দু’জনের মধ্যে কেমিস্ট্রিও বেশ ভালো। এ সময় সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সম্পর্ক ভাঙার পর তার আঁচ পড়েনি পেশাগত জীবনে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ শুট করেন তারা। সেই ছবি কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। রণবীর-দীপিকার সেই ম্যাজিকই এবার নিজের ছবিতে চান বানশালী। তাই ‘বৈজু বওরা’র জন্য এই দুই তারকাকেই সই করানোর কথা ভাবছেন তিনি। আর তাছাড়া রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন পরপর তিনটি ছবি হিট দিয়েছেন তাকে। এই জুটির ছবি যে হিট হবে, তা যেন একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছে। তাই এবার অন্য রকম এক্সপেরিমেন্ট করতে চান তিনি। ১৯৫২ সালের জনপ্রিয় ছবি ‘বৈজু বাওরা’র রিমেক করতে চান পরিচালক। ওই ছবিতে অভিনয় করেছিলেন ভারত ভূষণ ও মীনা কুমারী। শোনা যাচ্ছে, একজন বিখ্যাত সংগীতজ্ঞের জীবন অবলম্বনে তৈরি হওয়ার কথা ছবিটির। এক গায়ক নাকি মিঞা তানসেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। নিজের বাবার মৃতু্যর প্রতিশোধ নিতে তানসেনকে হারাতে চেয়েছিলেন তিনি। তার জীবন নিয়েই তৈরি হবে ‘বৈজু বাওরা’। ২০২১ সালের দীপাবলিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতিতে ছবির শুটিং যে কবে শুরু হবে তা নিয়ে সংশয় রয়েছে। ফলে ছবির মুক্তি নিয়েও এখনো কিছু স্পষ্ট নয়।