আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রণবীরের আগেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক শিল্পপতির ছেলের সঙ্গে!

রণবীরের আগেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক শিল্পপতির ছেলের সঙ্গে!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২০ , ৬:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অভিনয় ছাড়াও বলিউডে এখন আলিয়া আলোচনার শীর্ষে রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের জন্য। তাদের জুটি এখন ‘রালিয়া’। তবে রণবীর প্রথম নন। তার আগেও বহু সম্পর্কে জড়িয়েছেন মহেশকন্যা।

স্কুলজীবনে আলিয়ার প্রেম ছিল সহপাঠী রমেশ দুবের সঙ্গে। কিন্তু সেই প্রেম মিলিয়ে গিয়েছিল আর পাঁচটা সাধারণ কৈশোর-প্রেমের মতোই। পরে আলিয়ার জীবনে আসেন রমেশ দাদারকর। তখনও আলিয়া অভিনেত্রী হননি। তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে এই সম্পর্ক ভেঙে যায়।

নায়িকা হওয়ার পরে অবশ্য আলিয়ার প্রথম প্রেমিক ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না। শোনা যায়, এক বিখ্যাত শিল্পপতির ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক সেমিনারে পরিচয় হওয়ার পরে দু’জনের বন্ধুত্ব জমে ওঠে।

বন্ধুত্ব থেকে প্রেম। কিন্তু কেভিন-আলিয়া সম্পর্কও ছিল স্বল্পস্থায়ী। এরপর আলিয়ার নাম জড়িয়ে গিয়েছিল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন। বেশ কিছু বছর তাদের সম্পর্ক বজায় ছিল বলে গুঞ্জন।

এরপরও সিদ্ধার্থ-আলিয়া একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় নাকি ভেঙে যায় সিদ্ধার্থের সঙ্গে আলিয়ার প্রেম।

রণবীর-আলিয়াকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল সোনম কাপুরের বিয়েতে। তার পর থেকে এই জুটি এখন বলিউডের সেরা গুঞ্জন। দীপিকা-ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রণবীর হাত ধরেন আলিয়ার।

অনেক দিন ধরেই বিদেশে বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে যান রালিয়া। ঋষি কাপুরের শেষকৃত্যেও আলিয়া ছিলেন রণবীরের পাশে। শোনা গিয়েছিল, তাদের বিয়ে নাকি খুব তাড়াতাড়ি হবে। অসুস্থ ঋষি নাকি ছেলের বিয়ে তাড়াতাড়ি দিতে চেয়েছিলেন বলে শোনা যায়।

কিন্তু এরপরও রণবীর-আলিয়ার বিয়ে রয়ে গিয়েছে জল্পনা কল্পনার স্তরেই। বরং সুশান্তের মৃত্যুর পরে আলিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ কোণঠাসা। স্বজনপোষণ প্রসঙ্গে অনেকেই তার দিকে আঙুল তুলেছেন।

‘কফি উইথ করন’ শো-এর একটি পর্বে একসঙ্গে অতিথি ছিলেন সুশান্ত ও আলিয়া। সেখানে আলিয়া উপহাস করেছিলেন সুশান্তকে, নেটিজেনদের অভিযোগ সে রকমই। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই পর্বের ভিডিও ক্লিপও।

রণবীর এবং আলিয়া জুটি বেঁধেছেন অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। পাশাপাশি, এ বছর ‘তখত’, ‘সড়ক টু’,‘শুদ্ধি’-সহ বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা। স্বজনপোষণ বিতর্ক কাটিয়ে আলিয়া কীভাবে ছন্দে ফিরে আসেন, দেখার অপেক্ষায় বলিউড। সূত্র: আনন্দবাজার