আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রণবীরের খোলামেলা ছবির প্রশংসায় রাখি

রণবীরের খোলামেলা ছবির প্রশংসায় রাখি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২২ , ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : বলিউড সুপারস্টার রণবীর সিংকে নিয়ে এখন বেশ আলোচনা। যার কারণ নগ্ন ফটোশুট। তার এমন খোলামেলা ছবি একেকজন একেকভাবে নিয়েছেন। কেউ করেছেন নিন্দা। আবার কেউ ভাসিয়ে দিচ্ছেন প্রশংসায়। এরমধ্যে অভিনেত্রী রাখি সাওয়ান্ত যেন আলোচনাকে আরও বাড়িয়ে দিলেন। রণবীরের নগ্ন হওয়া নিয়ে প্রশ্ন করতেই রাখি বলেন, রণবীর আমার বন্ধু। ওকে নিয়ে কেউ কিছু বলবে না। এরপরই বলেন, লন্ডন-আমেরিকায় এত গরম। দুবাইয়েও কত গরম। এসি চলছে না। আমার বন্ধু রণবীর পোশাক খুলে স্নানে গিয়েছিলেন। দুটো বানর এসে ওর পোশাক নিয়ে পালিয়ে যায়। রণবীরের কী দোষ বলো তো? এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি পাশে দাঁড়ানো রাখির প্রেমিক আদিল দুরানি। এসময় রাখি জানালেন, ছবিতে তিনি রণবীরের সৌন্দর্যকেই দেখতে পাচ্ছেন। বলিউড অভিনেত্রী আরও বলেন, রণবীর আমার বন্ধু হয়! আমায় ও ‘আই লাভ ইউ’ বলেছে।’ রণবীর ‘আই লাভ’ কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, সেটাও ব্যাখ্যা করেন রাখি। রণবীরের খোলামেলা ছবির প্রশংসায় রাখি তিনি জানান, রণবীরের ফটোশুটের কাজের প্রশংসা করে ভিডিও পোস্ট করেছিলেন। সেই পোস্টের নিচে রণবীর আবার লেখেন ‘লাভ ইউ ইয়ার’। শুধু তাই নয়, রণবীর লিখেছেন, রাখি, তুমি একজন রকস্টার! এতে স্পষ্টই বোঝা যায়, রণবীরের এ ভালোবাসা কৃতজ্ঞতার। আসলে ‘পেপার ম্যাগাজিনে’র জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছিলেন রণবীর। যেখানে তার শরীরে একটি সুতোও ছিল না। তবে এ নিয়ে রণবীরের মধ্যে কোনো সংকোচ নেই। এমনকি সবার সামনে নগ্ন হতেও নাকি তার বিন্দুমাত্র অসুবিধা হয় না বলে জানান এই অভিনেতা। স্ত্রী দীপিকাও নাকি তার ছবি দেখে প্রশংসা করেছেন।