রমিজ রাজার মতে উমর নির্বোধের তালিকায় নাম লিখিয়েছে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৬:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান ভাবা হতো তাকে। তবে সেটির প্রমাণ দিতে পেরেছেন যৎসামান্য। বরং নেতিবাচক কাণ্ড ঘটিয়ে ধারাবাহিক বিরতিতে সংবাদের শিরোনামে এসেছেন তিনি। সবশেষ পাক বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের দায়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। একে প্রতিভার চরম অপচয় বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা। তার মতে, নির্বোধের তালিকায় নাম লিখিয়েছে উমর। দুর্নীতির প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাননি উমর। স্বভাবতই পিসিবির দুর্নীতিবিরোধী আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করেছেন তিনি। তাই তাকে সোমবার সব ধরনের ক্রিকেটে তিন বছর নিষিদ্ধ করেছে বোর্ড। উমরের নিষেধাজ্ঞা ঘোষণার পর পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান রমিজ। পাক মিডলঅর্ডার ব্যাটসম্যানের কঠোর সমালোচনা করেন তিনি। আইন করে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের জেলে পাঠানোর তাগিদ দেন ৫৫ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব। টুইটবার্তায় রমিজ বলেন, আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লিখিয়েছে উমর। সে তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী নিদারুণ অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের যথোপযুক্ত সময় এখনই। উমর ১১ বছরের ক্যারিয়ারে ১৬ টেস্টে প্রায় ৩৬ গড়ে করেন ১০০৩ রান। ১২১ ওয়ানডে খেলে ৩৪ গড়ে সংগ্রহ করেন ৩১৯৪ রান। আর ৮৪ টি-টোয়েন্টিতে করেন ২৬ গড়ে ১৬৯০ রান। এখন তার বয়স ২৯ বছর। পাকিস্তান ক্রিকেটের যে সংস্কৃতি, তাতে এ হার্ডহিটারের খেলোয়াড়ি জীবনের শেষ দেখে ফেলছেন অনেকেই। তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম