আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রাকিব নেগেটিভ, রহমতকে ছাড়া নেপাল গেল বাংলাদেশ দল

রাকিব নেগেটিভ, রহমতকে ছাড়া নেপাল গেল বাংলাদেশ দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২১ , ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বুধবার কোভিড পরীক্ষার ফল পজেটিভ আসে রাকিব হোসেনের। তবে রাত পোহাতেই আবার সুসংবাদ পান জাতীয় দলের এ ফুটবলার। দ্বিতীয় পরীক্ষায় একদিনের মধ্যেই নেগেটিভ এসেছেন তিনি। গতকাল জাতীয় ফুটবল দলের সঙ্গে নেপালে পাড়ি দিয়েছেন রাকিব হোসেন। নেপালে ত্রিদেশীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে রুটিন পরীক্ষায় দুঃসংবাদও মিলেছে কোচ জেমি ডের। কোভিড পজেটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া । তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
সেরে উঠে নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবেন সাইফ স্পোর্টিং ক্লাবের এ ডিফেন্ডার।
নেপালের ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের জন্য পাঁচ নতুন মুখকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছিলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে খেলা মাঠে গড়াবে আগামী ২৩শে মার্চ। আসর চলবে ২৯শে মার্চ পর্যন্ত। আসরের জন্য গঠিত ২৪ সদস্যের স্কোয়াডে ৭জনকে অনূর্ধ্ব-২৩ দল থেকে ডাকা হয়েছে। যারা থাকবেন অপেক্ষমাণ তালিকায়। গত মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয় ফুটবলারদের। যেখানে রাকিব পজেটিভ হন। রাকিবের শরীরে করোনার লক্ষ্মণ না থাকায় গতকাল আবার পরীক্ষা করা হয়। যেখানে সে নেগেটিভ আসে। গতকাল রাকিসবহ পাঁচজন ফুটবলারের করোনা পরীক্ষা হয়েছিল। তাতে রহমত মিয়া ছাড়া সকলের রেজাল্ট নেগেটিভ আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের ম্যানেজার ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘কালকের করানো পরীক্ষা রাকিব নেগেটিভ হয়েছেন। সে আজ (বৃহস্পতিবার) আমাদের সঙ্গেই নেপাল যাচ্ছে।’
চট্টগ্রাম আবাহনীর হয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম ধাপে তিন গোল করেন রাকিব। দশরথ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ শে মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।