আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রাজকুমারী নিয়ে আল মাসুদ

রাজকুমারী নিয়ে আল মাসুদ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


13413109_1327881440558863_1040154362860578916_nকাগজ বিনোদন প্রতিবেদক: এয়ারটেল রেডিও ফুর্তি ইয়াংস্টার চ্যাম্পিয়ন আল মাসুদের প্রথম একক অ্যালবাম রাজকুমারী প্রকাশ পাচ্ছে গানচিল মিউজিকের ব্যানারে। অ্যালবামের অধিকাংশ গানের কথা সুর মাসুদের নিজের। এর ভেতর একটা গান আছে নজরুল সঙ্গীত ‘মোর প্রিয়া হবে এসো রানী’ এবং এসডি বর্মণের ‘তুমি এসেছিলে পরশু’। ইতোমধ্যে তুমি এসেছিলে পরশু গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে । রাজকুমারী অ্যালবামের গানগুলো শোনা যাবে জিপি মিউজিকে। পাশাপাশি শোনা যাবে গানচিল মিউজিকের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও।