আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


train-lineকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে খিলক্ষেত রেলগেটে এলাকায় ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত মফিজউদ্দিন চাঁদপুর উত্তর মতলব এলাকার ইসাক প্রধানের ছেলে। তারা খিলক্ষেত কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। মফিজউদ্দিন কাঁচামালের ব্যবসা করতো বলে জানা যায়।

এদিকে কুড়িল বিশ্বরোড় জোয়ার সাহারা এলাকা থেকে ওই সময়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।