আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীতে মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ৬

রাজধানীতে মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  রাজধানীর ভাটারা এলাকায় অবৈধ মদের কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার রাত ১০টার দিকে ভাটারার খিলবাড়ির টেক মুক্তি পল্লীর ইউনিয়ন পরিষদ রোডে অভিযান চালায়।

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার জানান, সোমবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন খিলবাড়ির টেক মুক্তি পল্লী ইউনিয়ন পরিষদ রোডের বেস্ট ফিউচার স্কুলের কাছে একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালায় ডিবি গুলশান টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ। এসময় দেখা যায়, দুটি ঘিঞ্জি ঘরে পুরনো বিদেশী মদের বোতলে ভেজাল মদ ভরার কাজ চলছে। এ সময় হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।