আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে ১৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে ১৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Arrest1 - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীতে টানা ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, ২০৫ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

শুক্রবার (০৩ জুন) সকাল ৬টা থেকে শনিবার (০৪ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় বিভিন্ন থানার পুলিশ।

শনিবার (০৪ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।