আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীবাসী এমন রমজান দেখেনি কখনও

রাজধানীবাসী এমন রমজান দেখেনি কখনও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২০ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : এমন রমজান কখনো দেখেনি রাজধানীবাসী। হরেক রকম ইফতার কেনার আনন্দময় হুড়োহুড়ি নেই। নেই ইফতার মাহফিলের সুযোগ। চকবাজার, বেইলিরোডের মতো ঐতিহ্যবাহী ইফতারবাজারে ছিলনা কোনো আয়োজন। এসে গেছে মাহে রমজান। প্রতি বছরই বাঙালির রসনার রসদ যোগাতে রাজধানীজুড়ে থাকে হরেক রকম ইফতারের আয়োজন। আর টেবিলে যুক্ত হয় বাজারের কোনো না কোনো পদ। কিন্তু এবারের চিত্র একেবারেই উল্টো। জমজমাট ইফতার বাজার বা ফুটপাতের অস্থায়ী দোকান। চোখে পড়েনি কোনোটাই। বাঙালির ঐতিহ্যের চকবাজার ছিল জনশূন্য। বেইলি রোড, বারিধারা, গুলশান,বনানী, মিরপুর কিংবা রামপুরা কোথাও চোখে পড়েনি কোনো আয়োজন।