রাজধানীর সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : কঠোর বিধিনিষেধের মধ্যেই পোশাক কারখানা চালু হওয়ায় কর্মীদের সুবিধার্থে একদিনের জন্য গণপরিবহন চালু করা হয়েছিল। গণপরিবহন বন্ধ হলেও আজ সোমবারও (২ আগস্ট) রাজধানীর সড়কগুলোতে কর্মজীবী মানুষের উপস্থিতি বেড়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো চেকপোস্টগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আগের মতো দেখা যাচ্ছে না। সকালে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় গিয়ে দেখা গেছে কর্মস্থলে যোগ দিতে বিপুল পরিমাণ কর্মজীবী মানুষ বাসা থেকে বের হয়েছেন। কিন্তু কোনও গণপরিবহন না পাওয়ায় তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এই সুযোগে রিকশার ভাড়াও বেড়েছে দেড় থেকে দ্বিগুণ। অনেকেই কিছুটা সাশ্রয়ী বাহন ভ্যানগাড়ি যোগে কর্মস্থলের উদ্দেশে রওনা করছেন। এক একটি ভ্যানে ছয় থেকে আটজনকে পাশাপাশি বসতে দেখা গেছে। আবার কর্মজীবীদের অনেকেই হেঁটেই যাচ্ছেন কর্মস্থলে।
সায়েদাবাদের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, কোনও গণপরিহন নেই। অফিসে যেতে হচ্ছে। রিকশা ভাড়া অনেক বেশি। তাই হেঁটে যাত্রা শুরু করেছি।এদিকে আজও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসছেন মানুষজন। তারা বলছেন, গণপরিবহন চালুর কথা শুনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সবকিছু গুছিয়ে প্রস্তুতি নিতে নিতেই একদিন পার হয়ে গেছে। আজ আবার গণপরিবহন বন্ধ থাকায় কোনওরকম ভেঙে ভেঙে ঢাকায় ফিরেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যাত্রীরা অটোরিকশা, প্রাইভট কার, মাইক্রোতে ভেঙে ভেঙে এসে ঢাকার প্রবেশ পথগুলোর এক আগে নেমে হেঁটেই নগরীতে প্রবেশ করছেন। রাজধানীতে কর্মজীবী মানুষের সঙ্গে হাঁটা ও রিকশা-ভ্যান যাত্রায় যুক্ত হয়েছে তাদেরও একটি বড় অংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, শুধুমাত্র গতকাল রবিবারের জন্য সরকার গণপরিবহন চালানোর সুযোগ দিয়েছে, আজ বন্ধ। কোনও পরিবহন চলছে না।