আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রাশিয়ায় নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু

রাশিয়ায় নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২২ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   রাশিয়ার একটি নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কোসত্রমা শহরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক মাতাল ব্যক্তি বারের ড্যান্স ফ্লোরে ‘ফ্লেয়ার বন্দুক’  চালানোর পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ‘পলিগন’ নামের ওই বারটি আগুনে পুড়ে গেছে। মাতাল ওই ব্যক্তি এক নারীর সঙ্গে ক্লাবে সময় কাটাচ্ছিলেন। হাতে একটি ফ্লেয়ার বন্দুক নিয়ে ওই নারীর জন্য তিনি ফুল আনতে বলেছিলেন। এরপর সে ড্যান্স ফ্লোরে গিয়ে গুলি চালায়।