আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি রিমান্ড শেষে মেয়র মান্নান কারাগারে

রিমান্ড শেষে মেয়র মান্নান কারাগারে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৯:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


15কাগজ অনলাইন প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে নাশকতার মামলায় দুইদিনের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে আদালতের বিচারক তাহমিনা খানম শিল্পী এ আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, কালিয়াকৈর থানার নাশকতার মামলায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ অধ্যাপক এম এ মান্নানকে রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার করে। পরে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার আরো দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।