আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, অর্থ ও বাণিজ্য রুটি-বিস্কুটের দাম বাড়ছে, কমছে অগ্নি নির্বাপক যন্ত্রের

রুটি-বিস্কুটের দাম বাড়ছে, কমছে অগ্নি নির্বাপক যন্ত্রের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৮:২৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,অর্থ ও বাণিজ্য


breadকাগজ অনলাইন প্রতিবেদক: ভ্যাটের আওতায় আনার প্রস্তাব আসায় পাউরুটি-বিস্কুটসহ বেকারি সামগ্রীর দাম আগামীতে বাড়তে যাচ্ছে। অন্যদিকে দাম কমতে যাচ্ছে অগ্নি নির্বাপন যন্ত্রাংশের।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে বেশ কিছু পণ্যের কর, শুল্ক ও ভ্যাট পুনর্বিন্যাসের প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়া-কমার ইঙ্গিত দিচ্ছে।

শুল্ক ও কর বাড়ানো বা কমানোর প্রস্তাব করলেই ওই পণ্যের দাম কমে বা বাড়ে এমন নয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে।

ভ্যাট অব্যাহতি পেয়ে আসছিল, এমন বেশ কয়েকটি পণ্যকে ভ্যাটের আওতায় এবার আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যিনি রাজস্ব আয়ের বড় একটি উৎস এবার ধরেছেন ভ্যাটকে।

প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বানরুটি, হাতে তৈরি কেক ও বিস্কুটের বর্তমান দামের সঙ্গে ভ্যাট যুক্ত হলে ভোক্তাকে এখন তা কিনতে বেশি টাকা খরচ করতে হবে।

১২০ টাকা পর্যন্ত হাওয়াই চপ্পল, প্লাস্টিকের জুতার দামও বাড়বে; কারণ এগুলোকেও ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর, মোটর সাইকেল, পাওয়ার লুম থেকে তৈরি ফ্রেবিক্সও ভ্যাটের আওতায় আসায় এসব পণ্যের দাম বাড়বে।

ট্রাভেল এজেন্সি, মেডিটেশন সেবার উপর ভ্যাট আরোপ হবে, ফলে ভোক্তাদের গুণতে হবে এখনকার চেয়ে বেশি অর্থ।

শোক সংবাদ ছাড়া অন্য ক্লাসিফাইড বিজ্ঞাপনও এখন ভ্যাটের আওতায় আসবে। ফলে তা প্রচার-প্রকাশে খরচও বাড়বে।

বিপরীতে গ্রে কাপড় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ক্যালেন্ডারিং সেবা খাতকে কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

কয়েকটি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব হওয়ার এসবের দাম কমতে পারে। এর মধ্যে রয়েছে-

* দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের উপকরণ স্টাবিলাইজার ফর মিল্ক, কফিমেট

* ট্যালকম পাউডার, পেট্রোলিয়াম জেলি

* মোবাইল ফোনের সিম কার্ড, স্ক্র্যাচ কার্ড, ক্রেডিট কার্ড

* গ্রিজ, ডাইঅকটাইল অর্থেঅথেলট (ডিওপি),

* ইলেকট্রিক ফ্যান ম্যানুফেকচারার কর্তৃক আমদানিকৃত ফাইবার গ্রাস

* সেলফঅ্যাডহেসিভ প্লেট, শিট, ফিল্ম, ফয়েল, টেপ, স্ট্রাইপ (২০ সে. মির নিচে)

* ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি কর্তৃক আমদানিকৃত বিশেষ রেফ্রিজারেটর, এলইডি ল্যাম্প পার্টস

* হাসপাতাল কর্তৃক আমদানিকৃত মরচুয়ারি

* পোশাক শিল্পের কাটিং টেবিলের মূলধনী যন্ত্রপাতি,

* সব রপ্তানিমুখী শিল্পের জন্য অগ্নিনির্বাপক যন্ত্রপাতি

* প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং উপকরণ, কাঁচা রাবার,

* দেশে উৎপাদিত মটর সাইকেল তৈরির যন্ত্রপাতি, বায়ো গ্যাস প্ল্যান্টের উপকরণ,

* সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ, পেট্রোলিয়াম জেলি, গাম, ৫০০০ হাজার লিটারের নীচে এলপি গ্যাস সিলিন্ডার।

কিছু পণ্যের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব আসায় এসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে-

* হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি, গুল জর্দা, অন্যান্য তামাক

* আমদানিকৃত চাল

* আমদানিকৃত রেপসীড কেক/সয়াকেক

* আমদানিকৃত কর্ন ফ্লাওয়ার,

* শিশুদের আমদানি করা আঁকাআকির বই

* ভাঙা বা ক্রাশড স্টোন, সুগন্ধি

* লোহা, স্টিল, বার, অ্যাঙ্গেল,

* অপটিকাল ফাইবার কেবল,

* আমদানি করা কৃষি যন্ত্রপাতি

* বায়োমেট্রিক স্ক্যানার।