রুশ শীর্ষ জেনারেল নিহত, দাবি ইউক্রেনের
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২২ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ৯ হাজার ১৬৬ জনের মতো রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। এর মধ্যে কয়েকজন রুশ সেনা কর্মকর্তাও রয়েছেন। এছাড়াও অভিযানে এক শীর্ষ জেনারেলও নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় ঐ রুশ কর্মকর্তা নিহত হোন বলে দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তা ও রুশ সংবাদমাধ্যম। রুশ সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময় জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি নিহত হয়েছেন।
আন্দ্রেই সুখভেতস্কিকে গত বছর রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে মেজর জেনারেল নিয়োগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনে ৯ দিন ধরে সামরিক অভিযানে রয়েছেন রুশ সেনারা। অষ্টম দিন ইউক্রেনের খেরসন শহর দখলে নেয় রাশিয়ার বাহিনী। নবম দিনে ইউক্রেনের জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করে কিয়েভ।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির বিকিরণ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। জেপোরোজিয়া পরমাণু বিদুৎ কেন্দ্রটি ১৯৮৪ সালে ১৯৯৫ সালের মধ্যে নির্মাণ করা হয়। অর্থাৎ এটি তৈরি করতে ১১ বছর সময় লেগেছিল। এ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি রিয়েক্টর থেকে ৫ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মাধ্যমে প্রায় ৪০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায়।
স্বাভাবিক সময়ে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের পাঁচভাগের এক ভাগ আসে। রাজধানী কিয়েভ থেকে এ বিদ্যুৎ কেন্দ্র ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।