রূপগঞ্জে রাসায়নিক কারখানা ও স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্পিনিং মিল ও রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। এ দুটি প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আগুন লাগার খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে দুপুর ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করে।
এদিকে, উপজেলার দুপতারা এলাকায় অবস্থিত এসপি রাসায়নিক কারখানাতেও আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তিনি আরও জানান, দুটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।