আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য রূপালী ব্যাংক শিওরক্যাশে সারাদেশে উপবৃত্তি

রূপালী ব্যাংক শিওরক্যাশে সারাদেশে উপবৃত্তি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২০ , ৯:৪৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এইবারও ২০১৯-২০ অর্থ বছরের ৩য় প্রান্তিক এর উপবৃত্তির কার্যক্রম চলছে রুপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে। শিওরক্যাশ এর ঢাকা দক্ষিণ অঞ্চলের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ, উপজেলাসহ ৯ উপজেলায় ৫৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১,৫০,৪৭৯ জন মায়ের শিওরক্যাশ ওয়ালেট এ পৌঁছে গেছে উপবৃত্তির ৭,০৩,৬৪,৭০০ টাকা এবং এই প্রকল্পের আওতায় সারাদেশে ১কোটি ৪০ লক্ষ সুবিধাভোগী মা এই সহায়তা পেয়ে থাকেন। এছাড়াও শিওরক্যাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা হিসাবে এই কিস্তিতে ৩,১৭৯ জন সুবিধাভোগী কে সর্বমোট ৭৩,১৫,০০০ টাকা প্রদান করা হয় । করোনাকালীন এই দুর্যোগ মুহুর্তে সুবিধাভোগী মায়েরা কোন রকম ঝামেলা ছাড়াই তাদের নিকটস্থ শিওরক্যাশ এজেন্টের সাহায্যে এই টাকা উত্তোলন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই ব্যাপারে ঢাকা দক্ষিণ অঞ্চলের এরিয়া ম্যানেজার মুতাসিম মাহমুদ বিল্লাহ্ বলেন, আমরা প্রতিনিয়ত মায়েদের কথা চিন্তা করে নিরলস ভাবে বিক্রয়কর্মী, ডিস্ট্রিবিউটর, ও টেরিটোরি ম্যানেজারদের সম্পুর্ন তত্বাবধানে এজেন্টদের নিরবিচ্ছিন্ন সার্ভিস এর নিশ্চয়তা দিয়েছি, তিনি আরো বলেন এই ব্যাপারে আমাদের শিওরক্যাশের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব ইশতিয়াক আহমেদ ও প্রধান বিক্রয় ও বিপনন কর্মকর্তা জনাব ফারুক হোসেন এর দিকনির্দেশনা ও সরাসরি তত্বাবধানের কারনে এই করোনা পরিস্থিতির প্রতিবন্ধকতার মধ্যেও সুন্দর ভাবে কোন ঝামেলা ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরন সম্ভব হচ্ছে ।