আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রেল স্টেশনের ফাঁকা জায়গায় শাক-সবজি চাষের নির্দেশ

রেল স্টেশনের ফাঁকা জায়গায় শাক-সবজি চাষের নির্দেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৯:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর রেল স্টেশনের পরিত্যক্ত ও ফাঁকা জায়গায় শাক-সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কর্মকর্তা-কর্মচারীদের সুষম চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা বিভাগের সব স্টেশনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে ঢাকা বিভাগের স্টেশন ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত বুধবার (৬ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে স্টেশনগুলোর ইনচার্জদের কাছে ওই নোটিশ পাঠানো হয়। ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘সিআরএম/ঢাকা মহোদয়ের কন্ট্রোল আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষের জন্য বলা হয়েছে। সেই বিষয়ে প্রত্যেক স্টেশন ইনচার্জরা নিজ নিজ সীমার পরিত্যক্ত জায়গায় শাক-সবজি চাষ করবেন।’ জানা গেছে, বর্তমানে ঢাকা বিভাগে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। প্রত্যেক স্টেশনের প্লাটফর্ম, লোকশেড কিংবা লাইনের পাশের অনেক জায়গা ফাঁকা বা অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় সেসব স্থানে সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ঢাকা বিভাগ রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, ‘আমাদের অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অযথা জায়গাগুলো ফাঁকা না রেখে অন্তত সবজি চাষ করলে রেলের কর্মচারীদের কিছুটা হলেও চাহিদা পূরণ হবে। একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সবজী চাষের প্রয়োজনীয় খরচ সংশ্লিষ্ট স্টেশন সরবরাহ করবে। উৎপাদিত পণ্য নিজেরা ভোগ করতে পারবে।’