আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য রোববার ব্যাংক বন্ধ যেসব এলাকায়

রোববার ব্যাংক বন্ধ যেসব এলাকায়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে রোববার দেশের ২৮ জেলার ৩৫টি উপজেলায় সংশ্লিষ্ট ৩৬টি নির্বাচনী এলাকার ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বলা হয়, রোববার ২০টি জেলার ২৯টি উপজেলায় ৩০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভা, জয়পুরহাট সদর পৌরসভা, বগুড়া সদর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা, রাজশাহীর চারঘাট পৌরসভা, একই জেলার দুর্গাপুর পৌরসভা, ঝিনাইদহের মহেশপুর পৌরসভা, একই জেলার কালীগঞ্জ পৌরসভা, যশোরের কেশবপুর পৌরসভা, ভোলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জামালপুরে চারটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- জেলার সদর, দেয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভা। ময়মনসিংহের নান্দাইল পৌরসভা, কিশোরগঞ্জের ভৈরব, মানিকগঞ্জের সিংগাইর, মাদরীপুরের সদর পৌরসভা, একই জেলার শিবচর পৌরসভা, হবিগঞ্জ পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, চাদপুরের মতলব পৌরসভা, একই জেলার শহরাস্তি পৌরসভা, লক্ষীপুরের রায়পুর পৌরসভা, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন এদিন অনুষ্ঠিত হবে।
একই দিনে চট্টগ্রামের মীরসরাই পৌরসভা, একই জেলার বারইয়ারহাট পৌরসভা ও রাঙ্গুনিয়ার সদর পৌরসভার নির্বাচন হবে। একই দিনে চারটি জেলার চারটি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা। ওইদিন দুটি জেলার ২টি উপজেলার ২টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- পটুয়াখালীর কলাপড়া উপজেলার ডলবুগঞ্জ ও ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন।