আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রোমানিয়ার পথে বাংলাদেশি ২৮ নাবিক

রোমানিয়ার পথে বাংলাদেশি ২৮ নাবিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২২ , ৫:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক রোমানিয়ার পথে রওয়ানা হয়েছেন। ইউক্রেনে বাংকারে প্রায় ৩৯ ঘণ্টা কাটিয়ে মালদোভায় হয়ে তাদের রোমানিয়ায় যাওয়া কথা রয়েছে। নাবিকদের একজন শনিবার বাংলাদেশ সময় বেলা ১২টা ১৯ মিনিটে জানান, বাংকার থেকে থেকে গাড়িতে রওয়ানা হয়েছেন। তাদের জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ক্ষেপনাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। হামলার ২৪ ঘণ্টার মাথায় ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বৃহস্পতিবার নাবিকদের একটি টাগবোটে বন্দরের বাইরে একটি বাংকারে নেয়া হয়।

গুগল মানচিত্রে দেখা যায়, অলভিয়া বন্দর এলাকা থেকে সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ হলো মলদোভা। প্রায় ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে তাঁদের। এতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। নাবিকদের এক স্বজন অস্ট্রেলিয়াপ্রবাসী আবু সুফিয়ান প্রথম আলোকে জানান, তাঁরা যাত্রা শুরু করেছেন এবং দোয়া চেয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজ তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্যবোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয়। বুধবারের হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। এতে মারা যান হাদিসুর রাহমান। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে।