আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা রোমে মাসিক প্রজন্মের দুই বছর পূতি ও আলোচনা সভা

রোমে মাসিক প্রজন্মের দুই বছর পূতি ও আলোচনা সভা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১২:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


italyইসমাইল হোসেন স্বপন,ইতালি থেকে : ইতালি রোম থেকে প্রকাশিত মাসিক প্রজন্মের দুই বছর পূতি উপলক্ষে কোরআন তেলোয়াত,হাম-নাত, রচনা প্রতিযোগিতা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ জুন রবিবার তরপিনাত্তারা ৬ নং কমিউনিটি হলে সকালে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অংশ গ্রহণ করেন। প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিশুদেরকে আরবী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয়। দিন ব্যপি অনুষ্ঠানকে দুইটি পবে’ সাজানো হয়েছে। ১ম পব’ ক বিভাগে কোরআন তেলোয়াত হাম-নাত পাঠ করেন ৪ থেকে ৮ এবং ৮ থেকে ১৪ বছরের ছেলে-মেয়ে। দ্বিতীয় ক বিভাগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকালে প্রতিযোগিতা শেষ হয় এরপর বিকালে বিচারক মন্ডলীদের বিচারকায’ সম্পন্ন হলে পুরস্কার বিতরন করা হয় প্রতিযোগীদের মাঝে। এতে ক গ্রুপে ১ম বিজয়ী আজমাইন হোসেন আরাফাতকে একটি ট্যাব , দ্বিতীয় তৌফিয়া আক্তার এবং তৃতীয় তাহসিরুকে একই পুরস্কার প্রধান করা হয়। পযা’য় ক্রমে খ গ্রুপে ১ম তালহা হককে ,২য় ইমিলা হক এবং ৩য় আদিয়ান উদ্দীনকে ঘড়ি দেওয়া হয়। ক বিভাগ রচনা প্রতিযোগীদেরকে একটি করে গেমস পুরস্কার দেওয়া হয়। যারা বিজয়ী হয়নি তাদেরকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে হাফেজ রুহুল আমিন,মুফতি ওলিউল্লা,মাওলানা রুহুল আমিন,মাওলানা হুমায়ুন রশিদ রাজি দায়িত্ব পালন করেন। মাসিক প্রজন্মের সম্পাদক মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও মামুন খাঁন কাব্যের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্ঠা ও বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,ইপিবি সহসভাপতি ও বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু,সাংগঠনিক সম্পাদক ওলিউদ্দিন শামীম, জাগো নিউজ ২৪ডটকম ইতালি প্রতিনিধি ও অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব সদস্য সচিব জমির হোসেন,বাংলা প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান মনির, মুসলিম গ্রুপ সেন্টারের সভাপতি সাইফুল ইসলাম, অরবিট মানি একচেঞ্জ চেয়ারম্যান মোল্লা আবুল কাশেম, রাজিয়া সুলতানা প্রমুখ । অন্যদের মধ্যে সাংবাদিক সমিতি সাধারন সম্পাদক রিযাজ হোসেন,ঢাকা সমিতির মহিলা সম্পাদক সায়েরা হোসেন রানী,সানজিদা আহমেদ,সাভি’স ইতালিয়ার কণ’ধার হৃদয় মনির, উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগীতায় বাংলা প্রেস ক্লাব ইতালি। পরে আমন্ত্রিত অতিথিদের ইফতার করানো হয়।