আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লর্ডস হবে করোনার চিকিৎসালয়

লর্ডস হবে করোনার চিকিৎসালয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৬:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোটস ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে ধুঁকছে বিশ্ব। বেশি নাজেহাল ইউরোপের বেশ কটি দেশ। করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও । এখন পর্যন্ত ইংল্যান্ডে ২২ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। পুরো দেশে চলছে লকডাউন। করোনায় আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এসেছে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম লর্ডস ও এমসিসি। লন্ডনের বিভিন্ন স্থানে খাদ্য সরবরাহ শুরু করেছে এমসিসি। আশপাশের হাসপাতাল গুলোর ডাক্তার-নার্সদের জন্য স্টেডিয়ামের ৭৫টি পার্কিং স্পেস ছেড়ে দিয়েছে লর্ডস। বিশ্বের একমাত্র ভেন্যু হিসেবে লর্ডসে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি বিশ্বকাপের ফাইনাল। করোনা সংকটে এই স্টেডিয়ামকে হাসপাতাল বানাতে প্রস্তাব দেয়া হয়েছে। অন্যদিকে খাবার সঙ্কটে এগিয়ে এসেছে এমসিসি। এক বিবৃতিতে তারাও জানিয়েছে, এমসিসি লন্ডনে খাবার সরবরাহ করছে। যারা ক্ষুধাতরদের খাবার পৌঁছে দিচ্ছে, তাদেরও সহায়তা করছে।