আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা সেন!

ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা সেন!


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২২ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : রোহমান শালের সঙ্গে ব্রেকআপের পর প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন? সামাজিকমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত। ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের প্রথম চেয়ারম্যান এবং কমিশনার ছিলেন ললিত। তার পোস্ট নিয়েই হইচই শুরু হয়েছে সুস্মিতার ভক্তদের মাঝে। হবেই না কেন, ওই পোস্টে মালদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি। তিনি টুইটারে লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলবৃনতুন শুরু, নতুন পরিবারৃ স্বপ্নের দেশে আছি। ’ যদিও প্রথম টুইটে সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের গুঞ্জন জোরদার হয়। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন পোস্ট শেয়ার করে ললিত মোদী। সেখানে তিনি লেখেন ‘আমরা শুধু ডেটিং করছিৃ। ’

বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তবে নিজের মেয়ের মতো করেই তাদের বড় করেছেন এই তারকা। সুস্মিতাকে ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে।