আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৩ , ৬:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। শনিবার (২২জুলাই) সকাল ৭ টায় উপজেলার লালপুর- বাঘা সড়কের ঠাকুর মোড়ে এদূর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল (৪৫), আল মামুন (৩০), টোকন (৫০) কুষ্টিয়া জেলার রেজাউল করিম (৫০), সেলিম (৪৫), রাহেন আলী (৬০), শুকুর আলী (৪৫), শামসুল (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লালপুর-বাঘা সড়কের ঠাকুরমোড়ে বাঘা থেকে লালপুরগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সড়ক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।