আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

লালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৩ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থানা কার্যালয়ে লালপুরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ওসি বলেন, সাংবাদিকসহ লালপুরবাসী সকলের সাথে মিলে মিশে কাজ করতে চাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ প্রত্যকটি কাজে সকলের সহযোগীতা প্রত্যাশাও করেন তিনি।তিনি আরও বলেন ইমো হেকার, মাদক, ও ফসলি জমিতে পুকুর খননসহ কাজে আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি ও সাপ্তাহিক শহীদ সাগর এর ভারপ্রাপ্ত সম্পাদক সালাহ্ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, সিনিয়র সহ-সভাপতি ও প্রভাষক সাহীন ইসলাম, অধ্যাপক সাদ আহমেদ, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী সদস্য জামিরুল ইসলাম, লালপুর উপজেলা সভাপতি আব্দর রশিদ মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আছিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আলমাচ হোসেন, ফেরদৌস আহমেদ মনি মাষ্টার, মেহেদী হাসান, শিমুল আলী প্রমুখ।