লিটন মুশফিকের রেকর্ড পার্টনারশিপে শক্ত অবস্থানে বাংলাদেশ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২১ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে বেশ দাপটের লড়াই করছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শুক্রবার (২৬ নভেম্বর) ইতোমধ্যে তারা দুজনই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। এই সঙ্গে মুশফিক লিটন জুটি ১৫০ তুলেছেন স্কোরবোর্ডে। যা কিনা চট্টগ্রামে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকুর রহিম ৬৯ ও লিটন দাস ৮৪ রানে অপরাজিত আছেন।
এদিকে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ব্যাট হাতে উইকেট কামড়ে ক্রিজে টিকে থাকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৪৯ রানে ৪উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শুরুর বিপদ সামলে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এমনকি টেস্ট ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরি করেন লিটন। এছাড়া ক্যারিয়ারের ২৩১ তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক।