আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লিটনের জন্য দুই পজিশন!

লিটনের জন্য দুই পজিশন!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুশফিকুর রহিম। ফলে চার নম্বর পজিশন আপাতত ফাঁকাই। তবে কি এই পজিশনেই ফিরছেন লিটন দাস, নাকি আগের পজিশনে ওপেনিংয়েই দেখা যাবে লিটনকে! ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, লিটনের জন্য দুই পজিশনই তৈরি!
ওয়ানডে ক্যারিয়ারে মাত্র একবারই চার নম্বর পজিশনে ব্যাটিং করেছিলেন লিটন। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি। শুক্রবার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে হয়তো এই পজিশনেই দেখা যেতে পারে ডানহাতি এই ব্যাটসম্যানকে। তামিম অবশ্য সরাসরি কিছু বললেন না , ‘ব্যাটিং অর্ডার নিয়ে মনে হয় না আলোচনার বেশি কিছু আছে। এটা এমন এক জিনিস, দলের জন্য যেভাবে ভালো, সেভাবেই সাজানো হয়। লিটন যদি মনে করে চারে খেলবে তাহলে খেলবে, যদি মনে করে ওপেন করবে, তাহলে করবে। কাল (শুক্রবার) সকালে ম্যাচ শুরু হলে বুঝতে পারবেন।’
এদিকে মুশফিকের ইনজুরিতে সোহানের সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নে তামিম জানালেন, ‘সোহান অত্যন্ত ভালো করেছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। একাদশে জায়গা হবে কি হবে না, বলতে পারবো না। তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার। সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে, সেখানে জায়গা থাকলে অবশ্যই সুযোগ রয়েছে। যেকোনো অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে। মুস্তাফিজ না থাকলে আমরা দুইজন মূল খেলোয়াড় পাবো না। এটা মাথায় রেখে সেরা একাদশই সাজাতে হবে।’