আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য লিবিয়ায় সুষ্ঠু নির্বাচন চায় শক্তিধর ৫ দেশ

লিবিয়ায় সুষ্ঠু নির্বাচন চায় শক্তিধর ৫ দেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : লিবিয়ায় ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানিয়েছে দেশটিতে থাকা ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি ও ব্রিটিশ দূতাবাস। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। খবরে বলা হয়, এ দেশগুলো লিবিয়াকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সহায়তা করতে প্রস্তুতি আছি। পুরো নির্বাচন প্রক্রিয়ায় আমরা নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার ও জেনারেল খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয়। তিউনিসিয়ার রাজধানীতে আয়োজিত এ আলোচনায় অংশ নেওয়া গ্রুপগুলো ‘২০২১ সালের ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ব্যাপারে সম্মত’ হয়েছিল।