আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য লেনদেন শুরুর পরই পুঁজিবাজারে বড় দরপতন

লেনদেন শুরুর পরই পুঁজিবাজারে বড় দরপতন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২১ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। লেনদেন শুরুর ৪০ মিনিট পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সূচক কমেছে ২৮ পয়েন্ট। ৬ হাজার ৩৫ পয়েন্ট থেকে শুরু হয়েছিল লেনদেন। বর্তমানে ১০টা ৪০ মিনিটে সূচক অবস্থান করছে ৬ হাজার ৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১২৯২ পয়েন্ট ও ২১৮৩ পয়েন্টে। এ সময়ের মধ্যে দাম কমেছে ২৫৭ কোম্পানির শেয়ারের। দাম বেড়েছে ৭০ কোম্পানির শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন শুরুর পর সূচকের বড় পতন ঘটেছে। ৬১ পয়েন্ট কমে ১০টা ৩৯ মিনিটে সিএএসপিআই সূচক অবস্থান করছে ১৭ হাজার ৫০৯ পয়েন্টে।