আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাকিব গেলেন জামালপুরে, অপু পাবনায়

শাকিব গেলেন জামালপুরে, অপু পাবনায়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  কিছুদিন আগেই টাঙ্গাইলে শুরু হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’র শুটিং। এরইমধ্যে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন পূজা চেরী, আজিজুম হাকিম। টাঙ্গাইলের পর এখন এর শুটিং হচ্ছে জামালপুরে। ছবিটির শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরেই জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সুপারস্টার শাকিব খান।

জানা যায়, আগামীকাল থেকে ‘গলুই’র শুটিং শুরু করবেন শাকিব। সেখানে টানা ২০ দিন এই ছবির কাজ শেষে ফিরবেন ঢাকায়। এই ছবিতে শাকিবকে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরির বিপরীতে। অন্যদিকে, গেল মে মাসে শুরু হয়েছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং। সোলায়মান আলী লেবু পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এখানে অপুকে দেখা যাবে জয় চৌধুরীর বিপরীতে।

খোঁজ নিয়ে জানা যায়, এরইমধ্যে ছবিটির ৫০ ভাগ অংশের কাজ শেষ হয়েছে। বাকি অংশের দৃশ্যধারণ হবে পাবনাতে। আজ বুধবার দুপুরে ছবিটির শুটিংয়ে অংশ নিতে পাবনার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অপু বিশ্বাস। পরিচালকের বরাত দিয়ে ছবিটির নায়ক জয় চৌধুরী বলেন, অপু বিশ্বাসসহ আমাদের পুরো টিম এখন পাবনায় যাচ্ছি। সেখানের ঈশ্বরদীতে টানা ১২ দিনের শুটিং করবো আমরা। এরপর ঢাকায় ফিরে ৩/৪ দিনের কাজ করলে ছবির কাজ শেষ হয়ে যাবে।