আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাকিবের কাছে যা জানতে চাইবেন অনন্ত

শাকিবের কাছে যা জানতে চাইবেন অনন্ত


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২৩ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : তিনজন সেলিব্রিটিকে ডিনারে আমন্ত্রণ জানানোর সুযোগ পেলে কাদের আমন্ত্রণ জানাবেন ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল? উত্তরে তিনি বলেন, ‘এখনকার সময়ে যদি বলি আমি কাদেরকে আমন্ত্রণ জানাব। তাহলে একজন হচ্ছে শাকিব খান। আমি ওর কাছে কিছু প্রশ্ন করব। আর দুজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় যারা আছেন। আমাদের সোহেল রানা সাহেব আছেন। ফারুক সাহেব তো নাই কিছুদিন আগে চলে গেছেন, রাজ্জাক সাহেবও নেই। তাহলে আলমগীর সাহেব আছেন।’ সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানের অতিথি হয়ে এসব কথা বলেন অনন্ত জলিল। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, কী প্রশ্ন করবেন তিনি? জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘আমি জানতে চাইতাম এক বছরে একটা লোক কীভাবে ৬-৭টা ছবি রিলিজ করে। মানে, আসলে কোয়ালিটিটা কীভাবে মেইনটেইন করে। এটা আমার জানার কৌতূহল। মানুষ তাহলে জানবেও না কখন কোন ছবি রিলিজ হয়ে যায়। পৃথিবীতে এরকম হয় না। অনেকসময় আমি দেখেছি দশ, বারোটা, চৌদ্দটা ছবি রিলিজ হয়ে যায়। আসলে কীভাবে করে এটা। এটা একটা।’

এছাড়াও অনুষ্ঠানে অনন্ত জানান, তিনি জানতে চাইবেন নায়ক আলমগীরের ‘স্ক্রিন পার্সোনালিটি’ ও সোহেল রানার ‘ড্যাশিং হিরো’ হওয়ার গোপন রহস্য। বেসরকারি টেলিভিশনের এই আয়োজনে অতিথি হিসেবে অনন্ত কথা বলেন তার সিনেমা, ব্যবসা ও অন্যান্য বিষয় নিয়েও। উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’ সিনেমাটি। আগামীতে তাকে দেখা যাবে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা। এতে ‘নেত্রী’ চরিত্রে বর্ষার দেহরক্ষীর ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত। প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের ব্যানারে এটি পরিচালনা করছেন ভারতের নির্মাতা উপেন্দ্র মাধব।