আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শার্শায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১

শার্শায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


d - Copyযশোর: যশোরের শার্শা উপজেলার উল্লাশীতে ট্রাক ও নছিমনের সংঘর্ষে সাহেব আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের আনসার আলীর ছেলে। আহতরা হলেন-একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোরশেদ (৪২) ও সামসুদ্দিনের ছেলে নছিমন চালক জামির হোসেন (৪১)।

স্থানীয়রা জানান, সকালে শার্শার বাঁগআচড়া বাজার থেকে ইঞ্জিনচালিত নছিমনে মাছ নিয়ে নাভারণ বাজারে যাচ্ছিলেন সাহেব আলী। পথে উল্লাশী এলাকায় পৌঁছালে ওই নছিমন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

এতে নছিমন উল্টে ঘটনাস্থলেই সাহেব আলী মারা যান। এ সময় আহত হন নছিমনের এক যাত্রী ও চালক।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে।