আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শাহ আমানতে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানতে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


12চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

সোমবার সকালে বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ চেক করে সিগারেটগুলো জব্দ করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার সোহেল রানা জানান, চলতি মাসের ২ তারিখে শারজা থেকে আসা দুজন যাত্রীর লাগেজ থেকে ২২০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। করিম ও শামীম নামের ওই দুই যাত্রীর গ্রামের বাড়ি কক্সবাজারে।

সোমবার সকালে বিমানবন্দরে লাগেজগুলো নিতে আসেন তারা। এসময় সন্দেহের ভিত্তিতে তাদের লাগেজগুলো খুলে চেক করা হয়। লাগেজের ভেতর জায়নামাযে মোড়ানো অবস্থায় সিগারেটগুলো পাওয়া যায়।

তিনি বলেন, জব্দ করা কার্টনগুলোর মধ্যে ব্যানসন ও ইজি ব্রান্ডের সিগারেট আছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।